২৮শে অক্টোবর চিকিৎসার জন্য আমেরিকা যাচ্ছে শান্ত

২৮শে অক্টোবর চিকিৎসার জন্য আমেরিকা যাচ্ছে শান্ত
Wed, October 23, 2013, 6:08 pm BDT

বিবার্তা প্রতিবেদক

…………………

1381856_10151996830936341_1524220457_nফেব্রুয়ারির ১২ তারিখ সাড়ে সাত বছরের ছোট্ট শান্ত সৎ বাবার কাছে বায়না ধরেছিল চিপস্ খাওয়ার জন্য। কিন্তু শান্ত জানত না যে এই চিপস্ চাওয়াটা তার জীবনে সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে। চিপস্ চাওয়ার জন্য শান্তর সৎ বাবা শান্তর দেহ থেকে কোমল দুটি হাত কেটে আলাদা করে দেয়। সাত বছরের শান্তর জীবনে নেমে আসে কালো অধ্যায়।

অবশেষে রোকসানা কামার ও উদয়নের আন্তরিক প্রচেষ্টায় শান্ত আজ আশার আলো দেখতে পাচ্ছে। শ্রাইনারস হাসপাতালের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী চিকিৎসার জন্য শান্ত এবং রোকসানা কামার উদয়নের প্রচেষ্টায় ২০শে অক্টোবর আমেরিকার ভিসা পায়।

উদয়ন ফাউন্ডেশন বুধবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে রোকসানা কামার (শান্তর অভিভাবক), কুতুব উদ্দিন (উদয়ন ফাউন্ডেশনের চিপ এডভাইসর), শামীমা বেগম (ডেপুটি পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ), এড. সালমা আলী (নির্বাহী পরিচালক, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি) এবং এড. ফামিদা আক্তার (জাতীয় মহিলা আইনজীবি সমিতি) উপস্থিত ছিলেন।

সূত্র: http://bbarta24.com/news/category/women-child/detail/18338

Comments

comments

Leave a Reply